অলস দুপুরে
শুনছি বসে
পাখিটার মধুর গান
ডাকছে দূরে
করুন সুরে
নিরবতা করে ছানখান।
কষ্টে যেন
বুক ফেটেছে
ভেঙেছে অন্তর মন
আর্তনাদে
নিরাবতা যেন
ভেঙেছে সারাক্ষন ।
কি তার চাওয়া
কি তার পাওয়া
বুঝি না তারই ভাষা
কেউ যেন  তার
স্বপ্ন করে চুরমার
ভেঙেছে সকল আশা ।
মন ভাঙা সুর
অলস দুপুর
আর তার উদাসী মন
পুড়ে ছারখার
দুঃখে তাহার
গ্রীষ্মের নিরব বন।