স্বপ্ন ছুটে আজ স্বপ্নের খোজে
পায় না কোথাও খোঁজ
দিনের পর রাত চলেছি ছুটে,
চলেছি ছুটে রোজ
দূরে থেকে কাছের কাছে
টানে প্রতিটি দিন
মরিচিকার মতো স্বপ্ন গুলো
কাছে গেলেই বিলীন
আশার আলো জাগিয়ে দিয়ে
ভাঙে যে সকল খেলা
ভাঙা গড়ার মাঝেই কাটে সময়
দিনের সারা বেলা ।
নিষ্ঠুর এই স্বপ্ন গুলো,
মুখে নিঠুর হাসি
স্বপ্নের মায়ায় ভুলেছি যে পথ
হয়েছি পরবাসী।
ছুটে যায় তবু স্বপ্নের টানে
স্বপ্ন দেখি রোজ
হাজার স্বপ্নের মাঝেও তবু
পায়নি সুখের খোজ।