মুখটি তাহার নিকষ কালো
মেঘ-ঘোমটায় ঢাকা,
বজ্রেরই আলোই যেন
রুদ্রমূর্তি আঁকা।
বড্ড ভারি মেজাজ তাহার
মুখে অট্টহাসি
কালবৈশাখি আনছে টেনে
বৃষ্টির পাশাপাশি ।
দমকা হাওয়া আর বজ্র শেলে
করছে যে আঘাত
দুরু দুরু বুকে গুনছে প্রহর
কালবৈশাখির রাত ।।