পূর্বের আকাশে মেঘের ঘনঘটা
ঘন বরষার সাবধানী,
আধারে আধারে ঢাকা সন্ধায়
বজ্রের আলোর ঝলকানি।
শান্ত শিষ্ট গাছ গুলি
স্বাগত করিছে মাথা তুলি
বরষা আসিবে বলে,
নদীর ছোট্ট ঢেউ
স্বাগত করিছে সেও
মাঝি নৌকা বাধিছে কুলে।
ডানা মেলে
উড়ে চলে
এক ঝাঁক বকের ছোট্ট ছানা
বাসার পথ ধরে,
যাচ্ছে তাহারা উড়ে
মেলিয়া শুভ্র ডানা ।
বহিয়া হিমেল বাতাস
ডাকছে দূরু দূরু আকাশ,
ঘন বরষার সূচনায়
দূরেতে দৃষ্টি রেখে
মনেতে জলছবি এঁকে,
বরষা দেখছি জানালায়।