দেবী আরতিতে তোমায় দেখা
দেখা তোমার ঐ অশ্রুসিক্ত হাসি;
ধূপে চন্দনে তোমার পরিচয়
আর ঢাকের তালে সে নৃত্য
যে নৃত্যে নৃপতি সম নত মস্ত,
আর আমার সকল বোধ।


তোমার মূরতি মোহ-
আমি দেখেই চলি- আর হারায়ে ফিরি
আর দেবী,
তোমার আরতিতে আমার জীবন
আর মৃত্যু আমার তুমি।