এক গুচ্ছ কালো গোলাপ যেন,
তোমার দু'টি চোখ।
তোমার শিয়রে বসে,
খোঁপায় গুঁজি তারার ফুল।
হঠাৎ চোখ স্থির হয়,
তোমার প্রেমিক চোখে।
আমার " প্রেমিকা " মন কেঁপে উঠে ভীরু ভাবে।
কেঁপে উঠে আশ্বিনের কাশফুল হয়ে।
কিংবা প্রথম বাদলের কদম হয়ে।
কিশোরী থেকে সদ্য যুবতী হওয়া মন।
কাঁপে তোমায় ভালোবেসে।
এক গুচ্ছ কালো গোলাপই বটে,
তোমার ঐ দু'টি চোখ।
চাহনির " মায়া " নামক কাঁটায়,
দুর্দান্ত ক্ষত হয়েছি পূর্বে।
ক্ষত হই প্রতিদিন।
ক্ষত হতে চাই বারবার।
এক গুচ্ছ কালো গোলাপ থাক,
আমার সমাধী পরে।
তোমাকে না পাওয়ার বেদনা দের
প্রামাণ্য দলিল হয়ে।