একদিন অনেক দূর থেকে,
খুব দূর থেকে ডাকবো তোমায়।
ডাকবে আকাশ, ডাকবে মাটি।
এক বুক হাহাকার নিয়ে হাতছানি দেবে,
বর্ষার মেঘ বারি।
তবুও তুমি এসো না।
ভালোবাসো বলে ছুটে এসো না আমার কাছে।
গভীর দীর্ঘশ্বাস জমা থাকুক ক্ষত স্থানে।
তবুও ক্ষনিকের জন্য মালা পড়িয়ো না,
পড়িয়ো না আমার গলায়।
গভীর দীর্ঘশ্বাস বেঁচে থাকুক হৃদয়ের অন্ধ কোঠায়।
তবুও একমুঠো ছল দিও না ক্ষত স্থানে।
একদিন অনেক দূর থেকে,
খুব দূর থেকে ডাকবো তোমায়।
নতুন হাতখানা ছেড়ে দিয়ে,
মায়া বাড়াতে এসো না।