প্রায় অবসরে,
খুব খানিকটা শৌখিন মানুষ সেজে।
রবি কর্ম বা অখন্ড নজরুল পড়ি না।
এলোমেলো হাত খোঁপা খুলে দিয়ে,
লাল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা গল্প শুনি।
চোখ বুজে পার করে দিই দীর্ঘসময়।
বেলা পেরিয়ে যায় তবুও,
আলো জ্বালি না ঘরে।
ভুলে যাই সব আনমনে।
আমি স্মৃতিচারণ করিনা সুন্দর কিছু স্মৃতির অভাবে।
আমি কল্পনায় বুনি সুন্দর মূহুর্ত।
নবমী পুজোর রাত্তিরে দু'জন।
মেট্রোতে ঘুরছি আলতো শীতে দীর্ঘক্ষন।
কিংবা,
পরম স্নেহে গভীর উষ্ণতায়,
তুমি আমার কপালে চুমু খেলে।
আমার অবসরও হয়না আর তুমি হীনা।
আমার অবসরও আমি তোমার নামে করে দিলাম।