তুমি রাত আমার কবিতা হবে?
শব্দের ভাঁজে, অক্ষরের মাঝে
প্রেম ভালোবাসায় অমর রবে।


তুমি রাত আমার ইতিহাস হবে?
চন্ডীদাসের রজকীনি অথবা
জীবনানন্দের বনলতার মত।


তুমি রাত আমার গল্প হবে?
রবি ঠাকুরের কাদম্বরী না হও
নজরুলের সেই নার্গিস হবে।


তুমি রাত আমার সঙ্গী হবে?
নির্ঘুম চোখে জোৎস্না রাতে
লাল শাড়িতে নববধু রূপে।


আমি বলি তুমি রাত আমার
হ্যা আমার একাকীত্বের সাথী
তোমার প্রেমে আমি নবকবি।