তোমার ঠোঁটের স্পর্শে যদি সকাল হতো আমার
লাল শাড়িতে আর একমুঠো রেশমি চুড়ি হাতে
কর্ণপাতে চুড়ির ঝনঝনানি দিয়ে বলতে,
-এই, এই উঠো; সকাল হয়েছে তো।


তোমার শীতল হাতের পরশ ছোঁয়াতে চিবুকে,
শরীরের রন্ধ্রে রন্ধ্রে হতো বিদ্যুৎবাহী উষ্ণতা।
সেসময় মুচকি হেসে তোমায় জড়িয়ে ধরেছি,
এমন একটি দৃশ্যের কথা শুধু কল্পনা করেছি।


খুনসুটি শেষে এককাপ চা আর সে লজ্জামুখ
ডাকছো, - এই, এই উঠো; এসো নাস্তা খাবে।
সকালের স্নিগ্ধতায় অলস দেহের সুখানুভূতি,
আড়মোড়া ভাঙ্গতাম আর বলতাম গুডমর্নিং।


এমন একটি সকালের কথা ভেবে
-কত যে নির্ঘুম রাত কাটিয়েছি।
কুয়াশাভেজা ভোরের সূর্য স্বাক্ষী
-তোমায় কতটা ভালোবেসেছি।