আচ্ছা আর কতটা কবিতা লিখলে
আমি তোমার কবি হতে পারবো?

আর কতটা শব্দের ভাঁজে লুকিয়ে
আমার প্রেমের আবেদন করবো?

কোন একসময় তো জানবে সবাই
তখন যদি বুঝে ফেলে তুমিই সে-

অজস্র নির্ঘুম গল্পের বনলতা সেন
বিনিদ্র রজনীর স্বপ্নের কল্পনারী!