তোরাই বল, কোথায় যাই?
একটু স্বস্থির- “নিশ্বাস চাই”
অস্থির মনে, বুকে দীর্ঘশ্বাস
জমেছে কথা, হৃদয়ে ব্যথ্যা
এ কেমন অজানা বিষন্নতা!


মাঝে মাঝে, কি হয় আমার?
স্বপ্নগুলো ঘোলাটে হয়ে যায়-
“ভবিষ্যৎ অন্ধকার” মনে হয়!
আমার সাথে আমি রাগ করি
একটানা থম ধরে বসে থাকি।


বড্ড আজব এ কিত্তি কলাপ
রাতের গভীরে, একাকী করি।
বৌকেও বলিনা, এইসব কথা
কি না কি আবার ভেবে বসে!
বিয়ে করে পাগল হলাম নাকি
কোন সুন্দরীর প্রেমে পরলাম!


যাক বাদ দেই; সে রসিকতা
এবার আসি, আসল কথায়-
সবাই বলে পরিবর্তিত আমি,
বিয়ে করে পরিবর্তণ হয়েছি!
আড্ডা মারি না, চাকরি করি
এখন সংসার আছে আমার।


রাত পোহালে চিন্তার সকাল
কোনটা রেখে, কোনটা করি
ভাবনাতেই বেলা বয়ে যায়-
অফিস শেষে বাসায় ফিরি
আগামীদিনের চিন্তা করি
কবিতায় লেখা দিনলিপি।