আজ বৃষ্টি হলো এ শহরে
তবুও শীতল হয়নি হৃদয়!
অগোচরে মনের বারান্দায়
অভিমানী মেঘ জমে ছিলো;


আঁধারে ঢেকেছিল সুখের রবি
- দুখের মেঘ দূত বার্তা এনেছে;
বৃষ্টিজলে এ শহর শীতল করবে
শৈত্য প্রবাহের স্মৃতির কুয়াশায়;


দেহকে শীতল করেছে বটে
তবে নিবীর পরিচর্যা দেবার
- হৃদয়ে জ্বলছে সুপ্ত অনল;
আকাশের বাকী মেঘ জমা!