আমার যত দুঃখ আছে দানিয়াছে প্রভু,
নিশিথে নিরবে ভিজিছে শয়ন তবু
করিনি সুখের সন্ধান।
একা তরী লয়ে পারাপারের মত
যত কাজ আছে আজো অবিরত
তাতেই সপেছি প্রাণ।
আমি সেইখানে যেতে চাই, যেখানে দিবস
দুঃখের আলোয় মিশে হয়েছে বিবস
প্রাণের আকুতি ছেয়ে প্রাণে,
নিশিথ আসে দিবসের শেষে
দিবস গিয়েছে আমার অধুনা বিষে
জানিনা আজো আর কে জানে।