যুগে যুগে যত গরীবের গেছে প্রাণ,
তাদেরই হাড়ে সাজানো সাঁকোয় হেঁটেছে বিত্তবান।
কেহই থাকেনা একালে সেকালে সকলি মুর্ছা যায়,
ধ্বংসের কাছে সৃষ্টির লীলা চিরকাল অসহায়।
চিরকাল ধরে, গরীবের হাড়ে, খেয়ে যায় ঘুনপোকা,
রক্তের দামে, কপালের ঘামে, কিনে নেয় ভীরু ধোকা।
তাদেরই রচিত পথে, শত ইমারতে সুধিজন করে বাস,
গরীবের ভাগ্য, পায়না আরোগ্য নিভে যায় জীবন-শ্বাস।