ওর পিপাসু চোখে জল গড়িয়ে আসে
পাহাড়ী নদীর স্রোত, জানিনাক কভু সমুদ্র জানে কি না?
প্রত্যহ প্রজাপতির মায়ায় পোড়ে মন।

পাথর হৃদয় বুকে লয়ে প্রত্যহ এবেলা ওবেলা তার কাছে হানা দেয় মরুর দস্যু,
সে ঘরে এমনি পাপের ছায়ায় পুণ্যপালিত হয়।

তার গ্রীবার জল উৎলে ওঠে; আত্মস্বাধীনতা চেয়ে অনর্থক ঝড় তোলে পরবাসে
যেখানে পতিতারাও কখনও স্বাধীন নয়।
---০০০---