প্রভাত হলো সবে,
আলোকিত তোমাদের ভবে,
আমি অন্ধকারের প্রজা;
তোমাদের প্রথা হতে
চলছি ভিন্ন পথে,
যেথায় আলোই আমার বোঝা।


তোমাদের সব চাওয়া,
মুহুর্তে হচ্ছে পাওয়া,
রাখছো হিমাগারে;
আমার মনের সানাই,
বাজাচ্ছে পান্থকানাই,
সেও অনাহারে।