ভেবনা; আমিও আছি এ বৃত্তালয়ে
পিছু নেবনা, তবু ক্ষুন হয়ে দাঁড়াব সামনে একদিন
শুধরে নেব আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।


ভেবনা; মৃত্যু তোমার পিছু নিয়েছে
বরং তুমিই মৃত্যুকে তাড়িয়ে বেড়াচ্ছ সর্বদা,
আপন কক্ষপথে মুখোমুখি দাঁড়াবে বলে।।


ভাবছি; একটা ভাবনাই আমাকে সর্বদা তাড়া করে ফেরে।
সেটা তুমি না, আমি না,
সেটা মৃত্যুর পূর্বে মুখোমুখি আমাদের দাঁড়িয়ে থাকা।।।