১.
পাহাড়ের পাথুরে পথে পাথরে পাথরে হোঁচট খেতে খেতে
যে পাথর নেমে আসে গঙ্গায়
শুনেছি তারও বুকে নাকি প্রাণ থাকে।
বুকে প্রাণকে ধারণ করে ভেসে চলে
আর্যের দেশ হতে অনার্যের দেশে
ভুলে যায় পাথরের কাঁন্না; বন্ধন ছিন্নের কাকুতি ও মিনতি।
নদী গহবরে চিকোন বালির শীতলতায়
হয় তার বসবাস, সহবাস।
২.
আমার পাথর হৃদয় বুকে,
সে পাথরে প্রাণ নেই আছ শুধু ওজন, ব্যাথা ও ক্ষত।
আমি ইচ্ছে করলেই ভেসে যেতে পারিনা
আর্য বা অনার্যের দেশে। আমি ভুলতে পারিনা কাঁন্না বা মিনতি।
আমার নেই কোন আবাস, সহবাস।