যে আমারে চায়
সে কী কভু পায়? নিরুপায় বাঁশি নিরুদ্দেশের বাতাসকে বুকে ধারণ করে ছুটে চলে তেপান্তরের মাঠ।

যে আমার পায়
সে কী কভু চায় মন থেকে;
ঢেকে থাকে শামুকের খোলস স্বদৃশ আলগা ছদ্মবেশে।

আমার মন যদিও মোমের মত
তবু তার গায়ে শত পাথুরে ক্ষত;
অবিরত আহত হতে ফিরে পাওয়া ব্যাকুল ব্যাথার ধন।
সে আমার মন।
---০০০---