প্রভাতের ট্রেন
পার্বতীপুর ছেড়ে গেল।
তুমি তখনও আমার হাত ধরে।
তোমার চোখে জল ছিলনা ঠিকই কিন্তু
অনেক খানি প্রশ্রয় আমাকে আসন করে দিয়েছিল সূর্যাস্ত পর্যন্ত।
সূর্য উঠল সেদিন বিদায়ের বেশে
সমস্ত দূপুর বেলা অবহেলার খেলা খেলে
তুমি অপরাহ্নে একাকী বাড়ী ফিরলে।
যখন প্রভাতের ট্রেন আমাকে
একটি যুগ পিছিয়ে দিয়েছে জীবন থেকে।
---০০০---