তোমার বিয়ে হল এক অঙ্কন শিল্পীর সাথে।
সে নাকি দেয়ালে দেয়ালে ছবি আঁকে,
আলপনা কাটে, বিয়ে বাড়িতে আঁকে বর কনে, সাজায় বাসর ঘর।

তারপর থেকে
কোন আঁকা বা আঁকিয়েকে দেখলেই
বুকের মধ্যটাতে ধড়াস করে ওঠে।
কত সাজ ফুটে ওঠে মনের আয়নায়।
তার দুটো চোখ, চোখ দুটোতে হিজিবিজি
কত ছবি এঁকে এতদিনে আপন করে নিয়েছে সে,
তাঁর দূর্লভ আঁচড়ে।

তার হাতে পিঠে পায়,
হলুদাভ গায় কত সাজ নকশা,
তাঁর আঁচড়ে তুমি হও শ্রেষ্ঠা, অপরূপা।
আঁচড়ে আঁচড়ে আমি হই ক্ষত-রক্তাত্ব
---০০০---