জীবনের কবিতারা
সাদা কফনেতে ঢাকা
পরে থাকা শব,
         অন্তরালে গভীরেতে
পরে থাকে সুপ্ত চিতে -
ভৈরবীর স্তব
         জাগায় শবের ঘুম,
সাধনার মন্ত্র-ধুম
                করে অনুভব,
         ছুঁইয়ে আলোর আশা
সাদা ক্যানভাসে ভাষা
               ফোটা্য় বাস্তব।