আপন মনে লিখব কথা   আবোল তাবোল তুচ্ছ যা তা –
       চলব যেথায় কলম চলে   বাড়িয়ে তাকত, বুকের পাটা।
       ঘুরব যেথায় মন চলে যায়  হায়না হাসির হাসুনোহানায়
       ঝোপের ফাঁকে বিপদ থাকে  বুক দুর্‌-দুর্‌ আঁধার ঘনায়।
       নিশুত রাতে ইশারাতে    ভুতগুলো সব খেলায় ডাকে –
       নাকী সুরে নিঝুম পুরে    গা ছম্‌ ছম্‌ শব্দ হাঁকে –
       মৃত্যু পাখায় ঘুর্ণি ওড়ায়   কালো বাদুর হাওয়ায় ঘোরায়,
       নিথর কালো কেড়ে নিল   বাঁচার আশার সকল ঊপায়।


       এমন সময় আকাশ জুড়ে  পক্ষীরাজের ঘোড়ায় চড়ে
       নামল যারা বাঁধনছাড়া   জীবন লাগাম মুঠোয় ধরে -
       টগ্‌বগিয়ে তাদের সাথে    চলব আকাশ পাহারাতে,
       সাগর ডুবে, পাহাড় চড়ে,  ধূ ধূ মরুর সাহারাতে।
       রাজকণ্যা ঘুমিয়ে থাকে    আঁধার মনের গহীন বনে –
       রাজপুত্র জাগায় তাকে,    সোনার কাঠি ছোঁয়ায় প্রাণে;
       জগৎ জনের মুক্তি ঘটায়   ভোরের আলোর নবীন গানে –
       জড়েরা সব প্রাণ ফিরে পায়  চলার গতির সহজ টানে।