পিছনের দরজা দিয়ে
                   পালিয়ে যাওয়া অন্ধকার,
       মিষ্টি-মধুর গাছে ছেঁড়া সবুজ রোদ,
       আহত পাখির ডানায় ভড় করে
                       স্বপ্ন নামে –
      
       ঘুমের কবিতায় আলগোছা ছোঁয়া
                দিয়ে গেল ব্যর্থ কবিরা,
       শাসানো তর্জনি তুলে  
                নিস্ফল হুঙ্কার দিয়ে গেল
                       সমাজপতিরা ;


       কেউ ঠেকাতে পারল না –
       আমার বেদ , আমার সৃষ্টি , আমার সাম্রাজ্য
       গোলের ব্যপ্তি বিস্তার করে
             ঘিরে নিল গোটা জীবন –
                       মন – প্রাণ ;


       আধফোঁটা ভুলুন্ঠিত জুঁইফুল
             আমাকে শেখালো
                  ঝরে পরার গান –