তোমারই চেতনার  রঙে পান্না হল সবুজ, চুনি উঠ্ল রাঙা হয়ে,
কোন কূলে তুলে দেওয়া তোমারই সোনার ধানে ভরা তরি
আজও যায় বয়ে,
তোমারই কল্পে আঁকা অন্ধকারে বিহঙ্গের পাখা-
ঈঙ্গিতে সঙ্গীত বন্ধ- একা শূণ্যে নিস্কাম, সচল -----
কৈশোরে যৌবনে আন সুরধুনি সুধা,
বার্ধক্যে নবীনে দিলে জ্ঞানবৃক্ষ ফল।


মরণে গৌরব মান - যপ-লগ্না পার্ব্তীর হর-আলিঙ্গন ,
কালের যাত্রার ধ্বনি - বিশ্বলোকে আছ তুমি মোর সাথে
শুনি প্রতিক্ষণ।