সাজানো রইল সাজার আলপনা
তোমাদের পথে ঘাটে,
নিষ্পাপ বাড়ন্ত অস্থিপটে,  
আদরের পরতে নিষ্ঠুর যন্ত্রণা
ও অনাগত প্রজন্ম… তোমরা তো জানো না !


কত যত্ন, দেখো রত্নের লোভে
কাড়ি কাড়ি ধন ক্ষয়, যাতে না শোভে !
কতটুকু পারবে আর ক’ টুকু পারবেনা, তবু
আমাদের সাধের কাছে তো’ দের সাধনার বনিবনা
ও অনাগত প্রজন্ম… তোমরা তো জানো না !


ছুটতে হবে হাওয়ার বেগে
শৈশব হতেই তাইতো লেগে
শুধাবে অবশেষে কাঁদাবে হেসে হেসে,
তবে জানতে চাইবে না কেউ একবারো, জানতে চাইবে না  
এতদূর তো আসলে বন্ধু, সত্য মানুষ হয়েছ কি না ?
ও অনাগত প্রজন্ম… তোমরা তো জানো না !