আমি জানাই কেমনে, কি চলছে মনে ?
দিশেহারা রোদ্দুর, ছিটেফোঁটা কোনে,  
নড়বড়ে মন আজ বসেছে শ্রাবণে
নির্মল রূপের ফোঁটা যখন পড়েছে দু’ নয়নে !
আমি জানাই কেমনে –  
বদলে গেলো এক পলকেই সব, তোমার কারণে;
সুন্দর আরো লাগছে সব, এ সুন্দর ভুবনে ।  


রাতভর জেগে থাকা, দিনেতে ছবি আঁকা মনভরে
কখনো ধানের ক্ষেতে হেঁটে যাই দৌড়াতে, কেন বলতো রে?
ঘুড়িতে সূতা প্যাঁচাই, আকাশে উড়ে বেড়াই বলাকার বহরে
কত যে জ্বালায়ে সময় পালায় তোমার আসবার প্রহরে
আমি জানাই কেমনে –
কথা হারালো কোথা এ রূপসী ফাল্গুনে;
নেচে গেয়ে ঘুরেছে যা এতদিন কল্পনে ।


আকাশে মেঘ ছিল রবিও ছিল সমানে
নীরবতা আরো জোরদার হল কোলাহল পলায়নে
‘আঁধার যে হয়ে এলো কি ভাবছো এতো মনে ?’
হৃদস্পন্দন আরো বেড়ে গেলো তার এ কথা শুনে !
আমি জানাই কেমনে –
ছুড়ে দিয়েছিলো যে কাঙ্ক্ষিত শ্রুতি, অতি সযতনে;  
চক্ষের ইশারায় ও সে গোপনে গোপনে ।