এভাবেই যদি যেতে চায় দিন
উৎসঙ্গ স্বপ্ন নিয়ে রাতগুলো সঙ্গিন
শ্রীমণ্ডিত পথের সারথি হয়ে  
ভেজা বাতাসে ওগো থরথর বয়ে,  
তোমার প্রনয়ের বিনয়ী আরাধনায়  
পুঞ্জিভুত প্রণাদের বোবা তাড়নায়
ছুটে আসা হৈরিক কুঞ্জকুটিরে
ছুঁ’ বার আশায় নীল পদ্মের কণ্ঠ মণিরে !      


তোমার চোরকুঠরির বায়ু গহ্বরে
উত্তাল জড়ধী রা মাধবী মুখরে  
পিছলা ওজরের সবুজ শৈবালে
তোমার ভাস্কর্যের কারুকার্য তলে,
প্রশমিত করো হে কুসুমিত মন
আবেগ কণিকাপুঞ্জের মিলুক নিবাসন  
আরক্তিম সৌন্দর্যের রঙ্গালয়ে
এভাবেই যদি যেতে চায় হারায়ে ।