ধীর দৃঢ়তায় সে যে চপল মধুমিতায়
গান গেয়ে যায়, আমি শুনি বসে
কমজোরি ইশারার বিজড়িত কোষে
হৃদয় আমার বাদ্য বাঁজায় ।


ঊষার বিরাগে দিনভর রাত জেগে  
কথার সুবাসে ওরে ভরে গেছে মন
বন্ধ হয়নি তবু তার উঁকির জ্বালাতন    
সাজিয়ে রাখা আমার যত্নের জানালায় ।


নিদ্রার গা বেয়ে কে আসে ঐ ধেয়ে
চোখ খুলে বুঝি শেষে তোমাকেই খুঁজি
সে স্মরণ পাতায় যা জমা আছে পূঁজি  
আমার সুখ কিম্বা দুঃখের ভাবনায় ।


পুলকিত পলকে তোমার প্রনয় তিলকে
ছুঁয়ে যাও আমাকে, দিয়ে যাও স্মৃতির স্মরণিকা
নিজেকে জানাতে আর জানতে তোমাকে, জ্বালবো দীপিকা
মনের গুপ্ত গহীন পাড়ায় ।