ধীরে ধীরে বল্, ও ছন্নছাড়া জ্ঞান পিপাসুর দল,  
সূর্য কে ঘিরেই ঘুরছে ধরণী, করুক না যতই ছল
না যদি খ্যাপায়, বরুণ কৃপায় মিলবে তবে জল !  
দয়ার ভূমি বোঝো না তুমি, বোঝো না কিসের ফল?
ও ছন্নছাড়া জ্ঞান পিপাসুর দল –


মন্ত্রের যন্ত্র করছে কাজ, কাল ও ছিলো আছে আজ
না জানি কতকাল আর মনের ঘরে করে যাবে বিরাজ ?  
চোখ বুজে মারছে ঢিল, একবার যদি পেয়েছে মিল  
কতো সহজেই বাঁধে বাসা বিশ্বাসময় আধারের পঙ্কিল ?  


ভাগ্যেই যখন আছে লেখা, মিছেমিছি কেন ঘেঁটে দেখা
আয়নার গায়ে ভেসে ওঠা মনের গহীনের মলিন রেখা
দেখাতে গেলে উঠবে জ্বলে, ছিটাবে অমূলক চাতুরীর জল  
ওদের যে আছে আদিম বন্যতা, আছে নিষ্ঠুর পেশী বল
খুব সাবধান ; ও ছন্নছাড়া জ্ঞান পিপাসুর দল –