আমার ফেলে আসা অতীতের আঁধারে
আলো জ্বেলে যায় কে এমন করে ?
সন্ধান করি তারে এখানে ওখানে
ট্রেনের অপেক্ষায় বসে স্মৃতি রোমন্থনে ...


দিনভর ছোটাছুটি রোদহীন রাত ছাড়িয়ে
উড়াতাম কাগজের ঘুড়ি, নাটাই খানি নাড়িয়ে  
অজানা উল্লাসে রোজ গিলেছি গোগ্রাসে    
স্নেহের পথ বেয়ে নেমে আসা শাসনের জলপ্রপাত !
গেলো না চোখের রক্তিম ছাপ, এদিকে হাজির হয় দেখি
ঝলমলে রোদমাখা সূপ্রভাত ।  
ঠিক কি যে হয়ে যেতো
চলতে চলতে পাবলিক বাসে নয়ত হটাৎ ফুটপাত ঘেঁষে
অচেনা ওড়নায় নাকের আলিঙ্গন, স্বপ্নে টেনে এনে মধুর মিলন
কেউ জানতো কি আর এতো?
অযথা মিসড কলে, যদি যায় তার মন গলে
রিকশায় ঘোরাঘুরি, বলে কয়ে মন চুরি
লজ্জাও লাগতো না অতো !
ঠিক কি যে হয়ে যেতো
এমন করে না জানি কত শত !


খবর মিললো শেষে বিলম্বিত ট্রেনের, অপ্রস্তত ক্ষণে
কাটছে যে দিন এখনো কৌতূহল ভারে
ক্লান্ত মন আজো খুঁজে বেড়ায় তারে    
আমার জ্বেলে আসা আলোর প্রতিটি প্রদীপে
জ্বালানী ঢেলে যায় কে এমন করে ?