মিশে আছে সে বর্তমান অতীতে
অব্যক্ত সুখের মুখর অনুভূতিতে ,
তাকে যে পাই হাসির আড়ালে
অভিমান করে দূরে হারালে;
তবু খুঁজে পাই অগোচরে তারে  
বেদন শীলতার অম্লান দানে ।


অনুভূতিতে সদা জাগ্রত তুমি
সাধনায় গড়া স্মৃতির মহলে
বিকশিত ফুল হৃদ বাগিচায়
তোমার সলাজ সহলে সহলে ,
আসিলে তুমি থমকে দাঁড়ায়  
চঞ্চল ক্ষণ মূর্ছা বাড়ায়;
কি করি মন ভেবেই না পায়
আড়ালে বসে চক্ষু জুড়ায় !
সেজেছি তোমায় সাজাবো বলে
উধাও হবো নীলাভ্রের নীলে,
সাক্ষী রবে শ্যামল তরু
সুদূরের ঐ বিজন বনে ।


                                             (সমাপ্ত)