আমি এসেছিলাম কিছু বলতে
মেঘমুক্ত চাঁদের মত স্পষ্ট হয়ে
শান্তির কোলে ঢলতে...


বৃষ্টির জন্য কতো হাহাকার
শুকনো আকাশ দেখে,
ছায়ায় ধন্য হতো কতো বার  
গাছের পরশ মেখে;
শীতল মেঘ নিয়ে তাই ভর দুপুরে
আমি এসেছিলাম একসাথে ভিজতে ...


ভেবেছি মনে বলি শতবার
অভিমান দূরে রেখে,
ধরেছি কানামাছি উৎসার
চলমান ব্যথা ঢেকে;
উথল প্রীতি নিয়ে তাই দূর শহরে
আমি এসেছিলাম তোমাকেই খুঁজতে...


ক্লান্তির ছল ভুলতে
জরামুক্ত শিখার মত শ্রেষ্ঠ হয়ে
আমি এসেছিলাম কিছু বলতে...