যে দেখায় ভরবে না মন
যে কথায় বাড়বে দহন
                      চোখের আড়ালে,
যে বেলায় ক্ষণিক খেলায়
কাঁদিয়ে যাবে হাসির মেলায়  
                      আবেগ বাড়ালে ।
এ কেমন জীবন মরণ!
ব্যথা দেয় স্মৃতির স্মরণ
                       নিভৃতে নীরবে,
পথ হারিয়ে দাঁড়িয়ে থাকা
আকাশ পানে তাকিয়ে ডাকা
                       মিথ্যা কেন হবে?
পথ হারা পথিক যারা
সহায় যখন চন্দ্র তারা
                        রাতের আঁধারে,
যে আলোয় যায় না কালো
তবে কি আঁধারই ভালো?
                        বোঝা যায় না রে !