সে তো আর নেই আমার
ফুরিয়ে এলো ভাবনাগুলো, যা ছিল ভাবার;  
মনের মাঝখানে, দিনরাত পিছটানে
কাঁদিয়ে গেলো যাতনাগুলো বেসুরো গানে ।
মরণের চরণে থাকবো বেঁচে
শুকিয়ে দিলো স্বপ্নগুলো পিশাচের আঁচে,
অতিথি বেশে নিজেরই দেশে
উড়িয়ে ধুলো হাওয়াগুলো ধাওয়া করে শেষে ।  


সে কি আর হবে আমার ?
চলেছে কাদের হাত ধরে, সময় নেই থামার !
সন্ধ্যার চাদরে, চাতুরীর আদরে    
ভুলেছে তাদের সহচরে, চক্ষু বন্ধ করে ।
আঁধার আবার আঁধারই হলো  
দিগন্ত রেখায় আলোর দেখা অধরাই রয়ে গেলো !
এই কি ছিল কথা তার সাথে ?
শপথ নিয়েছিলাম যেদিন হাতটি রেখে হাতে !