শুনতে কি পাওনা, সেইদিকে যাওয়া যাবে না !  
আছে মানা, আছে কঠোর বারণের আনাগোনা
          মুক্ত ভাবনার পথে ঘাটে,
আছে মনুষ্য বস্ত্রে অস্ত্রের ধারালো শক্তি  
আছে রহস্য ভর্তি ত্রস্তের জোরালো ভক্তি      
          সুপ্ত যাতনার চোখা চোটে ।    
সহজ তো নয় ক্ষয়, কেন এতো নিছক ভয় ?    
কেন তবু এ পথরোধ, নিশ্চিত যখন জয় !


বুঝতে কি চাওনা, সেইপথে চলতে দেবে না !
দিয়েই যাবে দয়ার দহন, ফেরত নেবে না
     নেবে না কোনোদিন তারা মেনে,    
এখানে দিন আসে মাঝে মাঝে দিনের বেলাতে
যেখানে নেই দিশা তবু হাসা ক্ষণের খেলাতে
       তবুও চুপচাপ থাকো জেনে ।
কথার উত্তর প্রাণবধে, এই কি নীতি বোধ ?
মহান যদি হয়েই থাকে, কেন এমন শোধ ?