এ কেমন আড়চাহনি ঐ কৈতব ছায়ামূর্তির !
হৃদয়গ্রাহী ব্যাধিকল্পনার সুচনাবিন্দু ...
ক্ষুধানুভূতি আজ যাদুঘরের দেয়ালে শায়িত
তিলে তিলে গলে চলেছে মূল্যবোধের হিমমুকুট,  
তথাকথিত মহান নালা বেয়ে ;
মনঃকল্পিত অভিসম্পাত পুনঃঅঙ্কিত ধারাপাতে
চকচক করা চকিত দৃষ্টিতে সমতল আলাপন ;
মনোরম বাকবৈকল্যের আলোড়নে, শুধু
বিবেকের শিরদাঁড়া আজ শিশির ভারে নুব্জ ।  


পুথিবিদ্যার বনিবনা করে না রেখাপাত মনের অন্তঃপুর
আঁধারেই মিলায় অধরের হাসি, অত্যনুরাগী সুর
গৌরব – দ্যুতির চিরহরিৎ কিছু কুচকাওয়াজ
আর বিকৃত প্রতিকৃতির বিষমকোণী আহ্লাদ,
দুর্বল দাবানলেই হয় অঙ্গার ;
বিদ্যার বাদ্য অলিতে গলিতে গোলকধাঁধায় চড়ে
কতো মত আজ জুড়ে আছে সব পথ!  
মানুষের ভীরে কতো জন্তু, দানব...  
মানুষের দেখা নাই।