কোথায় এ ব্যথার সূত্রপাত, কোথায় সমাপন?  
নিপুণ বহিরাবরণের মুখোশে নড়বড়ে বন্ধন ;    
মায়ার এ মহাতরঙ্গ, উচ্ছ্বাসিত প্রতি অঙ্গ
টিকে থাকে ততকাল, যতকাল না হয় মোহভঙ্গ!    
কিছু তার কলতান থাকে নদীসম বহমান  
কখনো হাসির হিল্লোল, কখনো কান্নায় মুহ্যমান;
আত্মপ্রতারণ, জুড়ে থাকে তখন জীবনদর্পণ  
যেখানে বিত্তই হয়ে ওঠে চিত্তের মৌলিক দর্শন ।


তবুও হয়না বন্ধ, বন্ধনের এ অনুসন্ধান
সুখের খোঁজ দিতে অপারগ সে সুখঅভিধান!
তবুও চলে আনন্দের আদলে কান্নার কারবার
সাজিয়ে গুছিয়ে যত্নে রাখা মায়াভরা এ সংসার ।  
ত্যাগ আছে, আছে বিসর্জন; অর্জন ও টুকিটাকি
বিদায়বেলা জীবনপাতায় তবু থাকে কতো বাকী!  
তবুও নেই যে বিরতি, এ পথের যারা অভিযাত্রী  
সুখ – দুঃখ সহজাত, যেমন এ ধরায় দিন – রাত্রি ।