আমার সকাল তোমার সকাল নয়,
এমন কথা বলতে কি ভাই হয় ?
ভাবছো কেন সূর্য উঠবে কবে--
হাত বাড়ালেই সূর্যটাকে পাবে ।
আঁধার শেষে পুবের আকাশ লাল
আলোই ফেরায় অন্ধ সে জঞ্জাল ।
বুকের উপর হাতটি রেখে বলা-
'এই তো আছি ,এই তো সুখের চলা ' ।
তোমার জীবন অমৃতপায়ী নয়
তাই কেন সেই দুঃখ আসার ভয়?
মশাল ভেবে জীবনটাকে জ্বালো
দেখবে সেথায় বেঁচে থাকার আলো ।
আমার সকাল তোমার সকাল হোক
দিবাকরের আশীর্বাদে হাসুক বিশ্বলোক ।