'অপরিহার্য' শব্দটা
আর অচেনা লাগে না ,
প্রথম যে দিন ওকে
বিপরীত অর্থে অনুধাবন করেছিলাম --
কষ্ট হয়েছিল খুব ,
গাছের বাকল অথবা
পাখির পালক খসে গেলে
যেমন কষ্ট হয়.........।
সে তো কখনো ছিল
কখনও ছিল না জীবনে ,
রূপ পাল্টেছিল নিউট্রন আর প্রোটনের মত ।
এই শব্দটির পীড়ন
শান্তি দেয় নি কোনো দিন ,
আবার বেঁচে আছি
ওকেই কম বেশি আশ্রয় করে ।
সাঁওতালদের হাতের উল্কির মতন
আমার জীবনে ও আছে ,
কখনও বা অশ্রুর আল্পনার মত
নেই ও বা ।
সময়ের সাথে তার অদ্ভূত বিবাহটা
হয়ে গেছে কবে -----
তবুও পরকীয়া চলে
ওর সাথে ঘোর কলরবে ।