ভালোবাসতে শিকড় লাগে
লাগে জল লাগে মাটি ,
আর লাগে বাতাস ।
তুমি তো শুধু বীজ পুঁতেছিলে ,
আর আমি তার সর্বক্ষণ রক্ষণা বেক্ষণে রত ।
তোমার ওই উদাসীন হাতের ফেলে দেওয়া সুপ্ত বৃক্ষ আজ দেখো সজীব মহীরুহ !
চিনতে পেরেছো ?
চিনতে পেরেছো সেই অতীতের পাতাকে ফুলকে ?
আমি কিন্তু অতি যত্নে ওকে লালন করেছি
তোমার হাতের স্পর্শকে অমর করে দিয়েছি তার বাকলে তার শাখায়।
বহমান নদীর মতো সময় তোমাকে তোমার সেই বীজকে করেছে বাতিস্তম্ভ ,
তার দিকে চেয়েই সমুদ্র যাত্রা ।
সে দিন তুমি ছিলে , আজও তুমি রয়েছ ,
রয়েছ সেই বড় গাছের ফুল হয়ে ,ফল হয়ে পাতা হয়ে
আমার ভাবনায় ।