যদি বলি মন খারাপ তোমার জন্য ,
শোনাবে উপহাস -
যদি বলি একটু কষ্ট মনের কোণে ,
ক্ষুদ্রতা হেতু রুষ্ট হবে অনায়াসে -
যদি বলি জলে অথবা হৃদয়ে কাঁপছে মুখোচ্ছবি -
নাসিকা কুঞ্চনে ভস্মীভূত তাও ।


বুকের কুলুঙ্গিতে রাখা রক্তের দলাটা অস্থির ,
হয়তো বেদনাহত ,
জরাসন্ধ নিহত এখন ,
দানবী টা আবার ভেলকি দেখাবে ,
আবার তোমাকে স্পর্শ করব ।
রবিঠাকুরের পান্না সবুজ হবে ,
জগদ্দল 'না' পালকের মত 'হাঁ' হয়ে দেখা দেবে আমাদের জীবনে ।


বিশ্বাস বিশ্বসৃষ্টির কালে ছিল না -
ছিল না ভালোবাসাও -
তাই মানুষের বানানো বস্তু দিয়ে
মানুষকে , আমার প্রিয়াকে বলি
ভালোবাসি , তোমায়  ভালোবাসি ।