ডাক্তাররা রোগী দেখেন
দেখেন ভালো মন্দ
তাদের হাতেই নিজেকে ছেড়েও
মনেতে জাগে সন্দ ,
শরণ তাদের নেওয়ার আগে
নাম লেখানো টিকিট লাগে ।
সকাল হতেই দরবারে
হত্বে দিয়ে মানুষ পড়ে ,
সূর্য যখন মাথায় ওঠে
আসেন তিনি স্যুটে বুটে ,
চামচে টি তার খাতা ধরে
নামটি পড়েন জোরে জোরে ।
প্রভুর মুখটি দেখার আগে
ফর্দ লেখা তড়িৎ বেগে ।
সর্বশান্ত হবার নিদান
এটাই নাকি তেনার বিধান
প্রভাত যখন গোধূলিতে
রোগী হাঁটেন বাড়ির পথে ।
এমনি করেই দিন চলে যায়
প্রভুরা সব পকেট ভরায় ।
রোগী বাঁচে বরাত জোরে
তাঁর নামটিই মুখে ঘোরে।
তবে সবাই এমনটি নয়
দৈত্য কূলে প্রল্লাদও হয় ।
এমন বৈদ্য অনেক মেলে
চিকিৎসাকে সাধনা বলে,
তাদের জন্য ধন্যবাদ
ছড়াক তাদের সে সংবাদ ।