তোমার মধ্যে এমন কি আর ছিল
যার জন্য......... ও ভাবে মরতে হলো ?
মরতে তুমি ভয় পাও না জানি
তবু শরীর জুড়ে কষ্ট খুবই মানি ।


যারা তোমায় ছিনিয়ে নিয়ে গেল
মাংস পিষে কতটা সুখ পেল ?
সুখের সংজ্ঞা এমনই অদ্ভুত
পশু ওরা ,ওদের সুখ সত্যিই কিম্ভুত।


মাথার ভিতর নীতি বোধের আলো
জ্বলতে জ্বলতে কবেই নিভে গেল,
ওরা তো সব পিছনে ছোটা গাড়ি
'মানুষ' ছেড়ে 'পশু'তে দেয় পাড়ি।


সোনা মেয়ে , অমর হলে কঠিন মরন পেয়ে,-
মরল তারা ,মরল 'মানুষ' পশুত্ব গেল ছেয়ে।
রিরংসাকে দমন করেই মানুষ হয়ে ওঠা ,
মনের ভিতর তাইতো দেখি অলীক ফুল ফোটা ।


বুকের উপর হাতটি রেখে আমার এ গান গাওয়া,
হয় না যেন কোনও শিশুর এমন নিভে যাওয়া ।