ভালোবাসার কথাই থাকে শুধু
ভালোবাসা খুঁজতে থাকে ক্ষেপা
নদীর জলে , ঘাসের ছোট ফুলে
'ভালোবাসা' নামটি কেবল লেখা ।


প্রিয়ার চোখে ভালোবাসার কালি
যত্নে সাজায় সারা জীবন ধরে
সত্যিকারের ভালোবাসা কোথায়
ক্ষেপা মরে নুড়ির খোঁজ করে ।


মাস্তুলটি শক্ত করে বাঁধা
পাল উঠেছে আকাশ প্রমান ফুলে,
গলুই তবু নোংরা জলে ভরা
নৌকা শুধু পাড়ের পানে ঢলে ।


ক্ষেপা খোঁজে ভালোবাসার ধাম
মাটির ভিতর কিংবা সাগর তীরে
অন্ধ আতুর জানে কি তার নাম
হাতে পেয়েও আটকে কেবল মীড়ে ।


কোন প্রভাতে হঠাৎ করে দেখে
আকাশখানা আলোয় আলোয় ভরা
চমকে ক্ষেপা কপালে হাত ঠোকে
ভালোবাসায় সাজল বসুন্ধরা ।