মৃত্যুর নানা রূপ
পথে ঘাটে মাঠে
মরণের আগে মরা
বারবার ঘটে ।
রক্ত মাংস মরে পচে
পঞ্চভূতে লীন
বোধের মৃত্যু হয়
দিন প্রতিদিন ।
রিপুদের প্রতারণা
বিনাশের হেতু
জীবনের বক্ষে বাঁধা
মরণের সেতু ।
তুমি তো বেঁচেই আছো
পঞ্চেন্দ্রিয় সহ ,
তবুও মরণ তোমার
নিত্য অহরহ ।
যে সুখ বাঁচায় তোমায়
সে তো ছদ্মবেশী
তার মাঝে বাস করে
মৃত্যু এলোকেশী ।
মনুয়া তো মরে গেছে
এক যুগ আগে
যৌবনের সন্ধিক্ষণে
মৃত্যু এসে জাগে ,
ছয়জনের সাথে যুদ্ধে
ছোট্ট মেয়ে হারে
বেঁচে থেকে মরে যায়
'প্রথম প্রহারে ।
মৃত্যু হোক শরীরের
মন না তো মরে
সেই শুধু বেঁচে থাক
মরণের পরে ।