মনের মাঝে হটাৎ করেই মুক্তি কথা আসে ,
মুক্তি নামক বস্তুটা কি , সেটা চোখে না ভাসে ।
পন্ডিতেরা তৈল দিয়ে নাকে ,
মুক্তি পরে নানা বাখ্যা রাখে ,
কেহ বলেন মুক্তি মরণ
কেহ বা দেন সাধুর গড়ন
কারো কথায় ভোগেই মুক্তি ,
জ্ঞানী জনের নানান যুক্তি।
আমি বলি মুক্তি আকাশ
মুক্তি যেথায় বইছে বাতাস
মুক্তি আছে পাখির গানে
তাকেই দেখি প্রেমের টানে
মুক্তি আমার হৃদয় মাঝে
বিশ্ব লোকে মুক্তি রাজে ।