বুকের ভিতর ক্ষোভ
ভিসুভিয়াস অথবা ফুজিয়ামা,
কতকাল জমা সেই গুমোট উত্তাপ
রক্তাভ তরলে -----
হয়তো মিলে যায় ক্ষমা ।
পাথরের বিদীর্ণ বুক
ভস্মময় আকাশ উপরে
সুস্নিগ্ধ অক্সিজেনে বিষ
মুক্তিটাই মিলবে কি করে ?
নিরগলিত লেলিহান রাশি
তাচ্ছিল্য করে বাষ্পেরে
নয়নের বেদনাশ্রু ধারায়
শান্তি স্বস্তি লাভ হতে পারে ।
খাণ্ডব দহন হয়
অঙ্গারের স্তূপ জমে শুধু
অহেতুক উদ্বমন শেষে
মরুময় হতাশাই ধু ধু ।
কালক্ষেপে থেকে যায়
কাঠিন্য আগ্নেয় শিলার
জীবাশ্মও হয় না তৈরি
তোমার সে নির্মম অবহেলার ।