পদ্ম পাতায় জলের মতন সুখ
এই পড়ে যায়,ভয়েতে কাঁপে বুক ,
পদ্মপাতা জীবন যদি হয়--
সেথায় জলের চিহ্ন কিছুই নয় ।
অনন্তকাল বয়ে চলার নেশা
জীবন সবুজ,জল মাটিতে মেশা ,
জীবন ছোটে জীবন লক্ষ্য করে
কোথাও সুখের ওঠা হলেও
কোথাও দুঃখ ঝরে।
পদ্ম পাতার জলটি যখন
মাটির বুকে পড়ে,
চির প্রাণের বৃন্তে তখন
দুখের ফুলটি ধরে ।
দুঃখ তো তাই চিরস্থায়ী
সুখ কিন্তু নয় ,
সুখের ভিতর তাইতো
একটু দুঃখ জেগে রয় ।.....